নিজস্ব প্রতিবেদক : ২৯ মার্চ যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি এই আসন থেকে দলের মনোনয়ন পাওয়ায় বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে।
গতকাল রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শাহীন চাকলাদারকে অভিনন্দন জানিয়েছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, ভারত-বাংলাদেশ চেম্বারের পরিচালক মতিয়ার রহমান, যশোর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বিপু, যশোর বাস মালিক সমিতির সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক আব্দুস সালাম চাকলাদার, যশোর মিনিবাস মালিক সমিতির সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক অসীম কুন্ডু, জাতীয় শ্রমিক লীগ যশোর পৌরসভা শাখার সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্টু, বিশিষ্ট কলাম লেখক ও আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম রন্টু, সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ ৭১’র যশোর জেলা সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেন প্রমুখ।