যশোরে এবার সরকারি চালসহ ঘাতক দালাল নিমূল কমিটির নেতা আটক

0
516

নিজস্ব প্রতিবেদক : যশোরে এবার ঘাতক দালাল নিমূল কমিটির এক নেতাকে ৪ হাজার কেজি সরকারি চালসহ আটক করেছে প্রশাসন। মঙ্গলবার যশোরের শানতলা এলাকার একটি গুদাম থেকে ৪ হাজার কেজি সরকারি চাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করেছে সেনা, ডিবি ও থানা পুলিশের সমন্বিত দল। এঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো ঘাতক দালাল নিমূল কমিটির বাঘারপাড়া উপজেলা সাধারন সম্পাদক প্রেমচারা গ্রামের রাকিব হাসান শাওন(২৮) ও যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের হাসিবুল হাসান (৩৫)। এসব চালের বস্তায় লেখা ছিল খাদ্য অধিদপ্তরের জন্য।
এব্যাপারে ম্যজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান জানান, সেনা, ডিবি ও থানা পুলিশ সমন্বয়ে ৮০ বস্তায় ভর্তি ৪ হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে যশোর ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মেদ সন্ধ্যায় বলেন সরকারি চাল গোপনে মজুদ করা হয়েছে। এ খবরে ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে আমরা অভিযান চালাই। সেখান থেকে ৪ হাজার কেজি চাল উদ্ধার ও দুজনকে আটক করি। তারা স্বীকার করেছে তাদের মজুদে আরও চাল আছে। সেই চাল উদ্ধারে আমরা অভিযানে আছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here