সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো ৯ জনসহ মোট ৩ হাজার ৫১২ জন হোম কোয়ারেন্টাইনে

0
553

ছাড়পত্র দেয়া হয়েছে আরো ২ হাজার ৫৭৩ জনকে, জেলার মোট ১৭০ জনের নমুনা সংগ্রহ

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো নতুন ৯ জনসহ মোট ৩ হাজার ৫১২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড় পত্র দেয়া হয়েছে আরো ২ হাজার ৫৭৩ জনকে। এছাড়া মেডিকেল কলেজ হাসাপাতালের আসোলেশনে রয়েছে ৩ জন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে আরো ১৮ জন।
এদিকে, সাতক্ষীরা জেলা থেকে মোট ১৭০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। ২১ টি রিপোর্টই নেগেটিভ এসেছে। বাকীদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here