খাজুরা (যশোর) প্রতিনিধি : চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ৫৫ পদাতিক ডিভিশন যশোরের খাজুরার বন্দবিলা ইউনিয়নে ৫০টি কর্মহীন পরিবারের দুয়ারে গিয়ে খাদ্য সহায়তা প্রদান করেছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, চিনি, তেল, লবন, আলু, পিঁয়াজ ও সাবান।
খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন বাঘারপাড়া সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত, ল্যাফটেনেন্ট মমতাজ, বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান, ওয়ারেন্ট অফিসার আব্দুর রাজ্জাক ও স্বাস্থ্যকর্মী খাইরুল হাসান হিরা।
ল্যাফটেনেন্ট মমতাজ জানান, পর্যায়ক্রমে বাঘারপাড়া উপজেলার সবকটি ইউনিয়নে সেনাবাহিনী খাদ্য সহায়তা প্রদান করবে।
এর আগে বেলা ১১টার দিকে খাজুরার ধান্যপুড়া গ্রামের এক কর্মহীন পরিবার খাবারের জন্য যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) জামাল আল নাসেরকে ফোন দিলে তিনি খাবারের ব্যবস্থা করেন। খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জুম্মান খান বেলা ১২টার দিকে ওই পরিবারের দুয়ারে খাবার নিয়ে হাজির হন। এ সময় যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ফরিদুজ্জামান উপস্থিত ছিলেন।