কোভিড-১৯ মোকাবেলায় ভ্রাম্যমান আদালতে অভিযান ১৩জনকে জরিমানা

0
523

বিশেষ প্রতিনিধি : র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা ভ্রাম্যমান আদালতে সামিল হয়ে করোনা ভাইরাস প্রতিরোধ,বাজার মনিটরিং এবং সার্বিক আইন শৃংখলা পরিস্থিডু নিয়ন্ত্রনের লক্ষ্যে ১৩জনকে জরিমানা আদায় করেছেন। সোমবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টায় ভ্রাম্যমান আদালতের টিম একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে মহরের নিউ মার্কেট মোড়,দড়াটানা ও পালবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মামুন নামক ব্যক্তিকে ৫শ’ আরিফুর রহমানকে ৫শ’ হাসানকে ২শ’জহিরুল ইসলামকে ২শ’ মোহনকে ২শ’,আমান উল্লাহকে ১শ’ আকবরকে ১শ’ আরিফকে ২শ’ মোঃ হৃদয়কে ২শ’ মিলনকে ২শ’ আরাফাতকে ২শ’ কামাল হোসেনকে ২শ’ বোরহান উদ্দিনকে ২শ’সহ সকলকে ১৮৬০ সালের ২৬৯ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা করেন। জরিমানাকৃত ব্যক্তিরা অযথা বাইরে ঘুরাঘুরিসহ নানা অপরাধ করে বলে বিজ্ঞ আদালতের ম্যাজিষ্ট্রেট জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here