যশোর আরবপুরে দু’পক্ষের হামলা দুই সহোদরসহ আহত তিন

0
461

বিশেষ প্রতিনিধি : পূর্বের শত্রুতার ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ পক্ষের হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে। হামলায় দু’ পক্ষের দুই সহোদরসহ তিনজন আহত হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার আরবপুর পাওয়ার হাউজপাড়ার। আহতরা হচ্ছে,পাওয়ার হাউজ পাড়ার মৃত খবির হোসেনের ছেলে রুবেল (২৪) সহোদর সোহেল (২৫) ও আরবপুর খোয়া রাস্তার আলমগীর হোসেনের ছেলে রাব্বি (২৫)। আহতদের মধ্যে রাব্বিকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
যশোর কোতয়ালি মডেল থানার এসআই কামাল হোসেন আহত রুবেল ও সোহেলদের উদ্ধৃতি দিয়ে জানান, কিছুদিন পূর্বে আরবপুর পাওয়ার হাউজ পাড়ার বাবলুর ইট রাব্বি ও মামুন একটি পিকআপে তুলে নিয়ে যাচ্ছিল। এ সময় পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এএসআই শাহিনুর রহমানকে খবর দিলে শাহিন উক্ত পিকআপ নিয়ে যায়। পরবর্তীতে রাব্বি ও মামুন পিকআপ পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এ বিষয় ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার ২১ এপ্রিল দুপুরে রাব্বি ও মামুন পাওয়ার হাউজ পাড়ার রুবেল ও সোহেলের উপর হামলা চালায়। হামলায় উভয় পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে মারপিট ও ছুরিকাঘাতের ঘটনায় ঘটে। দু’পক্ষের সংঘর্ষের এক পর্যায় রাব্বির কানে ছুরিকাঘাত হয়। এতে তার অধিক রক্ত ক্ষরণ দেখা দেয়। যার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্তব্যরত ইন্টার্নি চিকিৎসক রুবেল জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here