যশোরে রাসেল হত্যা মামলায় পিচ্চি বাবুর আদালতে জবানবন্দি প্রদান

0
561

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামে সাব্বির আহমেদ রাসেল হত্যা মামলার এজাহার নামীয় আসামী মাহাবুব হোসেন ওরফে পিচ্চি বাবু (২৫ ) কে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে যশোরের চৌগাছা উপজেলার মাড়–য়া এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। সে যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেন্স আহসান উল্লাহ চৌধুরী পিচ্চি বাবুকে আদালতে সোপর্দ করলে সে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মাহাদী হাসানের আদালতে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত স্বীকার করে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। গত ১৫ এপ্রিল রাত সাড়ে ৯ টায় বালিয়া ভেকুটিয়া শ্মশানপাড়া পাশ থেকে সাব্বির আহমেদ রাসেলকে শহীদের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা ধরে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখশ করে। ভাই আল আমিন ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। রাসেলকে যশোর জেনারেল হাসপাতালে আনার পর সে মারা যায়। এ ঘটনায় নিহতর পিতা বাদি হয়ে ১৬ এপ্রিল কোতয়ালি মডেল থানায় আসামীদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মাহাবুব হোসেন ওরফে পিচ্চি বাবু মামলার ৩ নং আসামী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here