মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে নিজ বাসা থেকে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষীকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে দূর্বাডাঙ্গা ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের একটি বাসা থেকে আসমা খাতুন (৩০) নামের ওই শিক্ষীকার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আসমা খাতুন নারিকেলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী রফিকুল ইসলাম মাছের ঘেরের ব্যবসায়ী। এই দম্পতির সাত বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে মনিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার রাতে নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত থাকা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।