চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় একদিনে ছয়জন করোনাভাইরাসে আক্রান্তহয়েছেন। তাদের মধ্যে একজন সদর হাসপাতালের সিনিয়র নার্স। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে আটজন হলো। বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ
তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন ডা. এএসএএম মারুফ হাসান বলেন, নতুন আক্রান্তদের একজন করে চুয়াডাঙ্গা সদরের হুচুকপাড়া,
ডিঙ্গেদাহ গ্রামের বাসিন্দা, দুইজন আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ও একজন করে শিয়ালমারী ও বটিয়াপাড়ার বাসিন্দা। তাদের
নিজ বাড়িতে চিকিৎসা দেয়া হবে। তিনি আরো জানান, নতুন আক্রান্তদের মধ্যে একজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র নার্স। এ ঘটনায় ওই হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক, নার্সসহ ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ডা. মারুফ হাসান জানান, ১৬ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গার চারটি উপজেলায় ১৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১৩১ জনের নমুনা পরীক্ষা করে আটজনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে