যশোরে আরো ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত

0
540

নিজস্ব প্রতিবেদক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনাভাইরাস পরীক্ষায় সাত জেলার ১২ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। বুধবার ২০৪ টি নমুনা পরীক্ষা করে এ ১২ জন শনাক্ত হন।
এর মধ্যে সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা জেলায় ছয়জন রোগী শনাক্ত হয়েছে। যশোরে দুইজন, কুষ্টিয়ায় দুইজন, মেহেরপুরে একজন ও মাগুরায় একজন রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার সকালে যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ এ তথ্য জানিয়েছেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের শরীরে করোনা সংক্রমণের নমুনা পাওয়া গেছে। এ নিয়ে গত দুই দিনে মোট ২৫ জন করোনা রোগী শনাক্ত হলো।
নতুন করে ১২ জনের মধ্যে ২ জন রয়েছে যশোরে। এনিয়ে এ পর্যন্ত যশোরে ৭ জন করোনা রোগী শনাক্ত হলো।
যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ বলেন, বুধবার যশোরসহ ৭টি জেলা থেকে মোট ২৩৪ টি নমুনা সরবরাহ করা হয়। এরমধ্যে মোট ৮৪ টি নমুনা পরীক্ষা করে মোট ১২ জনের শরীরে করোনা সংক্রমণের আলামত পাওয়া গেছে।
নতুন শনাক্ত ১২ জনের মধ্যে যশোরের ২ জন, চুয়াডাঙ্গার ৬ জন, কুষ্টিয়ার ২ জন, মাগুরার ১ জন, মেহেরপুরের ১ জন রয়েছে।
বাকি ১৫০ টি নমুনা বৃহস্পতিবার পরীক্ষা করা হবে বলে জানান প্রফেসর ইকবাল কবির জাহিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here