নড়াইলে দন্ত টেকনিশিয়ানসহ মোট করোনা আক্রান্ত ৭

0
512

নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত
বিভাগের টেকনিশিয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।শনিবার দন্ত
টেকনিশিয়ানের শরীরে করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ নিয়ে নড়াইলে
করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাতজনে।লোহাগড়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের ৪চিকিৎসক, দন্ত বিভাগের একজন টেকনিশিয়ান ও হাসপাতালে একজন
ষ্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন
ডা.মো.আবদুল মোমেন।এছাড়া লোহাগড়া পৌর এলাকার পারছাতড়া গ্রামের সৈয়দ সুজন
আলী নামে এক যুবক করোনায় আক্রান্ত হবার পর সুস্থ্য হয়েছেন বলে সিভিল
সার্জন অফিস সূত্রে জানা গেছে।
সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগের
টেকনিশিয়ানের করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়।
পরীক্ষা শেষে শনিবার তার শরীরে করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে।এর
আগে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসকসহ একজন ষ্টাফের
করোনা উপসর্গ দেখা দিলে গত মঙ্গলবার (২১ এপ্রিল) তাদের নমুনা সংগ্রহ করে
পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে
পাঠানো হয়েছিল।বুধবার (২২ এপ্রিল) পরীক্ষা শেষে তাদের পাঁচজনের শরীরে
করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট হাতে পায় সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন জানান, এ জেলায় এ পর্যন্ত মোট ১৬২ জনের নমুনা সংগ্রহ করে
করোনা পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়েছিলো। শনিবার (২৫এপ্রিল) সকাল
পর্যন্ত মোট ৫২টি নমুনার ফলাফল পাওয়া গিয়েছে। এরমধ্যে লোহাগড়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের ৪জন চিকিৎসকসহ ৬ জনের করোনা ভাইরাসের নমুনা পজেটিভ
এসেছে।সর্বপ্রথম গত ১৩ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে জেলার লোহাগড়া উপজেলার
পার ছাতড়া গ্রামের ২৫ বছরের এক যুবকের শরীরে করোনাভাইরাস পরীক্ষার ফলাফলে
পজিটিভ রেজাল্ট আসে।এ নিয়ে লোহাগড়া উপজেলায় মোট ৭জনের করোনা ভাইরাস
শনাক্ত হলো। করোনা আক্রান্ত চার ডাক্তার, দন্ত টেকনিশিয়ানসহ এক ষ্টাফের
শারিরীক অবস্থা এখনো স্বাভাবিক পর্যায়ে রয়েছে।বর্তমানে তারা সবাই হোম
কোয়ারেন্টাইনে আছেন। করোনায় আতংকিত না শারিরীক দূরত্ব বজায় রাখা এবং
ডাক্তারদের পরামর্শ মেনে চলার জন্য তিনি (সিভিল সার্জন) সকলের প্রতি আহবান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here