যশোরে করোনার ভয়াল থাবা, আক্রান্তের সংখ্যা বেড়ে ২৯

0
503

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে জ্যামিতিক হারে বাড়ছে কারোনা রোগীর সংখ্যা। আজ রবিবার এক দিনেই ১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

শনিবার পর্যন্ত যশোরে করোনা রোগী ছিল ১৫ জন। এখন তা বেড়ে দাঁড়াল ২৯ জনে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়টির ল্যাবে রবিবার আরো ২৭ জনের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। এর মধ্যে যশোরের ৪২টি নমুনার মধ্যে ১৪টি, ঝিনাইদহের ১৫টি নমুনার মধ্যে ৮টি, নড়াইলের ৪টি নমুনার মধ্যে ৩টি, মাগুরার ৫টি নমুনার মধ্যে ২টিসহ মোট ৬৬টি নমুনা পরীক্ষা করে ২৭টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।

এর আগে শনিবার যশোরে ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। মাত্র ৪১ টি নমুনা পরীক্ষা করেই ৯ জনের শরীরের এই মারাত্মক জীবাণুর অস্তিত্ব মেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here