নড়াইল প্রতিনিধি ॥ নড়াইলে আরও তিন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত
হয়েছেন।এরা হলেন নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুচিকিৎসক এবং সদর
উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক।সোমবার (২৭ এপ্রিল) তাদের শরীরে
করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ নিয়ে নড়াইলে করোনা আক্রান্তের
সংখ্যা দাঁড়ালো তোরোজনে।বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: মো:
আবদুল মোমেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের
মেডিকেল অফিসার (ক্লিনিক), এই কেন্দ্রের আরেক চিকিৎসক এবং সদর উপজেলা
স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিলে তাদের নমুনা
সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
পরীক্ষার জন্য পাঠানো হয়।পরীক্ষা শেষে সোমবার তাদের শরীরে করোনা
সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে।এই তিন চিকিৎসকসহ নড়াইলে মোট ৭জন চিকিৎসকের
করোনা পজিটিভ এসেছে।করোনায় আক্রান্ত আগের চার চিকিৎসক লোহাগড়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের। এ ছাড়া লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
দাঁতের টেকনিশিয়ান ও একজন ষ্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা: মো: আবদুল মোমেন জানান,সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত
নড়াইল সদর উপজেলায় তিন চিকিৎসকসহ চারজন, লোহাগড়া উপজেলায় ৯জনসহ জেলায় মোট
১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলো। করোনা আক্রান্তদের শারিরীক
অবস্থা এখনো পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে রয়েছে।বর্তমানে তারা সবাই হোম
কোয়ারেন্টাইনে আছেন।জেলার লোহাগড়া উপজেলায় করোনা আক্রান্ত এক যুবক
বর্তমানে সুস্থ বলে জানান সিভিল সার্জন ।