বাঘারপাড়ার ২য় করোনায় আক্রান্ত বিএল কলেজ পড়ুয়া মহিরনের দ্বীপ্ত রায়

0
522

বাঘারপাড়া (যশোর) : করোনা পরীক্ষার আজকের (২৮ এপ্রিল) ফলাফলে যশোরে ১০ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বাঘারপাড়ার মহিরণ গ্রামের (জেলে পাড়ার) টুলু রায়ের খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া ছেলে দীপ্ত রায় (২৫) এর নাম পাওয়া গেছে।
কয়েক দিন যাবৎ জ্বর,ঠান্ডা,কাশি,গলায় ব্যথা অনুভাব করায় দীপ্ত রায় কে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগের বিবরনে সন্দেহ হওয়ায় যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনিম সেন্টারে নমুনা পরিক্ষার জন্য পাঠালে রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত দ্বীপ্ত রায় খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
খবর পেয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা কর্মকর্তারা আক্রান্ত দীপ্ত রায়ের বাড়িতে ছুটে যান এবং তার বাড়ি সহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষনা করেন। আক্রান্ত দীপ্ত তার নিজ ঘরে আটকা থাকবে বলে জানানো হয় । এছাড়া ওই পরিবারের সকলকেই নমুনা পরিক্ষার জন্য বলা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here