স্টাফ রিপোর্টার : দলের অস্বচ্ছল নেতাকর্মী ও নিম্ন-আয়ের মানুষের বাড়ি বাড়ি উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে যশোর জেলা যুবদল।
মঙ্গলবার শহরের ৫ নম্বর ওয়ার্ডের অস্বচ্ছল নেতাকর্মী ও নিম্ন-আয়ের মানুষের বাড়ি বাড়ি উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
যুবদল নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় এসব উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
এসময় উপস্তিত ছিলেন যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহম্মেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, যুবদল নেতা হাসানুর রহমান মাছুম, আনোয়ার পারভেজ, বিপুল খান, মিজানুর রহমান মিজান, যশোর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সহ-সাধারণ সম্পাদক ড্যানি, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি লিটন প্রমুখ।