শ্যামনগরে কোয়ারেন্টাইনে থাকতে বলায় হামলার শিকার গ্রাম পুলিশ

0
450

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ শ্যামনগরে কোয়রেন্টাইনে থাকার কথা বলায় কথা কাটাকাটি এক পর্যায় গ্রাম পুলিশ আকতারুল ইসলাম সাগরকে মারপিট করে আহত করলো দুই যুবক। বুধবার বিকালে ঘটনাটি ঘটে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পশ্চিম পাতাখালি গ্রামের ব্রীজ সংলগ্ন বাজারে। স্থানীয়রা চৌকিদারকে রাতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত গ্রাম পুলিশ আকতারুল জানায়, ইটভাটা শ্রমিক কাজের শেষে বাড়ি আসে এবং বাজারে ঘোরা ফেরা করায় তাকে বাড়ির মধ্যে কোয়ারাইন্টে থাকবে বলায় তারা আমার উপর চড়াও হয়। কথাকাটাকাটির এক পর্যায় তারা আমার উপর হামলা চালিয়ে আহত করে। হামলাকারিরা হলো, পশ্চিম পাতাখালি গ্রামের আব্দুর রহিম কবিরাজের ছেলে হত্যা মামলাসহ হাফ ডজন মামলার আসামী ওবায়দুল্যাহ বাচ্চু ঊরফে গোড়া বাচ্চু ও বাবর আলী কবিরাজের ছেলে আলামিন। এঘটনায় শ্যামনগর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। স্থানীয় চেয়ারম্যান আতাউর রহমান বলেন, করোনা ভাইরাস মহামারি থেকে নিরাপদে থাকার কথা বলায় গ্রাম পুশিলের উপর হামলাকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্যামরগর থানা ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here