যশোর-রাজগঞ্জ সড়কে দুর্ঘটনায় একজনের মৃত্যু

0
472

রাজগঞ্জ প্রতিনিধি : যশোর-রাজগঞ্জ সড়কে দুর্ঘটনায় আহাদ আলী নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি যশোর সদরের ১০ নং চাঁচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তপস্বীডাঙ্গা গ্রামের বাসিন্দা। সে একজন রডমিস্ত্রী।
তার পিতা-ইসলাম গাজী জানান তার ছেলে আহাদ গাজী মৃগী রোগী ছিলেন। বেলা ৩ ঘটিকার সময় আহাদ সাইকেল নিয়ে পুলেরহাট বাজারে যায়। বাজার থেকে বাড়ি ফেরার পথে তপস্বীডাঙ্গা মকবুল মিয়ার সমিলের সামনে হঠাৎ তার মৃগে রোগ দেখা দেয়। এমন সময় রাজগঞ্জ থেকে আসা একটি দ্রুতগামী নসিমন ফিরছিল। এ সময় আহাদ গাজী নসিমনটির সামনে সাইকেল নিয়ে পড়ে যায়। একপর্যায়ে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে গুরুতর অবস্থায় এলাকাবাসী তাকে দ্রুত যশোর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় দায়িত্বরত ডাক্তার অমিত দাস তাকে দেখে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here