কয়রায় দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ, পাষণ্ড স্বামি আটক

0
496

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রার আমাদি ইউপির হরিনগর (হড্ডি) গ্রামের রিমা বেগম (২৩) নামের এক অসুস্থ গৃহবধূকে জোর পূর্বক বিষ পানে হত্যার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পাষণ্ড স্বামি গোলাম কিবরিয়া কে পুলিশ আটক করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল ২ মে শনিবার রাত ৯টার দিকে বিষ পান করালে রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। নিহত গৃহবধূ রিমা, হরিনগর (হড্ডি) গ্রামের সোহরাব আলী সানার পুত্র গোলাম কিবরিয়া সানার স্ত্রী। এবং পার্শবর্তী উপজেলা পাইগাছার চাঁদখালি ইউনিয়ের পূর্ব গজালীয়া গ্রামের মৃত্যু মজু গাজির কন্যা। স্থানিয় সূত্রে যানাযায়, রিমা তিন মাস আগে দ্বিতীয় বার কন্যা সন্তানের জননী হয়। সেখান থেকে শারীক ভাবে অসুস্থ। পাষণ্ড স্বামি ঘটনার দিন রাত ৯ টার দিকে রিমাকে ঔষধ বলে বিষ খাওয়ায়। এর পর ধীরে ধীরে বিষ ক্রিয়া শুরু হলে বুক যন্ত্রনা করতে থাকে। সেই মুহুর্তে স্থানিয় এক পল্লী চিকিৎসক জেহের আলীকে নিয়ে আসলে তিনি অবস্থার অবনতি দেখে রিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেকে হস্থান্তর করলে খুমেক হাসপাতালে যাওয়ার পথে রাত ৩ টার দিকে পথিমধ্যে রিমা মারা যায়। এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন সাংবাদিকদের বলেন, কেউ বলছে রিমাকে হত্যা করা হয়েছে আবার কেউ বলছে রিমা নিজেই বিষ খেয়েছে। এজন্য আমরা তদন্ত পুর্বক ব্যাবস্থা নিব। লাশ ময়না তদন্তের জন্য খুমেকে হস্থান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here