বাঘারপাড়া(যশার)প্রতিনিধি : উপজেলার চেচুয়াখোলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী লিটন হোসেন করোনায় কর্মহীন ৭০ জনকে খাদ্যসহায়তা প্রদান করেছেন। জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী লিটন হোসেনের উদ্যোগে রবিবার সকালে চেচুয়াখোলা ও তালবাড়িয়া গ্রামের ৭০ জন কর্মহীন দরিদ্য পরিবারের মাঝে চাল, আটা, ডাল, তৈল, আলু , পেয়াজ, সেমাই, চিনি , ছেলা, চিড়া ও মুড়ি প্রদান করা হয়।
এ সময় উপস্তি ছিলেন, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালব তরফদার ,সদস্য বুরহান উদ্দীন,সাবক ইউপি সদস্য ফিরোজ হাসান ,প্রবাসী লিটন হোসনের পিতা নুরোল ইসলাম প্রমুখ।