করোনার প্রাদূর্ভাব রোধে যশোর জেলা প্রশাসকের কার্যালয় জিবানুমূক্ত করার লক্ষে রেক্রিসেন্ট যশোর ইউনিট ও ইউনিলিভারের পক্ষ থেকে গতকাল স্প্রে মেসিন পানি বিশুদ্ধকরণ ফিল্টার হ্যান্ডওয়াস ও টয়লেট ওয়াস সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, রেডক্রিসেন্ট যশোর ইউটিটের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুনসহ ইউনিট অফিসার ও ইউনিলিভারের কর্মকর্তাবৃন্দ -যশোর

0
519

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here