নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের কৃতি সন্তান, দেশের অন্যতম হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান মুকুল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাহি রাজেউন)। রবিবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় তিনি মৃত্যুরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো দেশের দ্বিতীয় চিকিৎসক তিনি। ডা: মো.মনিরুজ্জামান আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিফহেমোটোলজিস্ট ছিলেন।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,গত কয়েকদিন থেকে জ্বর ও বুকে ব্যথাঅনুভব করছিলেন ড. মনিরুজ্জামান মুকুল। একপর্যায়ে তাকে রবিবার বিকেলেহাসপাতালে নেওয়া হয় এবং তিনি সেখানেই মারা যান। মারা যাওয়ার পর তার নমুনাসংগ্রহ করলে করোনা পজিটিভ শনাক্ত হয়।আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো.এহতেশামুল হক জানিয়েছেন, কর্নেল (অব.) প্রফেসর ডা. মনিরুজ্জামান রবিবারবিকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেকর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এর আগে, করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালেচিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল লেজহাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান মুকুল নড়াইল সদর েলারবাঁশগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারেজন্মগ্রহণ করেন।তাঁর পিতার নাম বাবু মোল্যা। নিরুজ্জামান মুকুলের আত্মীয়মো: রফিকুল ইসলাম জানান, কর্নেল (অব.)মনিরুজ্জামান মুকুল দায়িরাপুরমাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভাপতি ছিলেন।এছাড়া এলাকায় নিজউদ্যোগে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।কলেজ, হাসপাতালসহ বিভিন্নউন্নয়নমূলক কর্মকান্ডে তিনি সম্পৃক্ত ছিলেন।