খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলায় রোজা রেখেও অসহায় কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ। উপজেলার দোহাকুলা ইউনিয়নের গলগলিয়া কুঠিবাড়ী গ্রামের কৃষক অসীম কুমারের ৬৫ শতাংশ জমির ধান কেটে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে মঙ্গলবার ধান কাটার কাজে প্রায় ১৪ জন নেতাকর্মী অংশ নেন। এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা ইউসুফ শুভ, নাহিদ হাসান সোহান, তামীম হোসেন, পৌর ছাত্রলীগের তানভীর হুমায়ন ও ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা লিটন হোসেন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বায়েজিদ হোসেন বলেন, করোনার কারণে শ্রমিক সংকটে পড়ে কৃষকেরা বোরো ধান কাটতে পারছে না। এ পরিস্থিতিতে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ধান কেটে দিচ্ছি। কৃষকের এমন দুর্দিনে আমরা তাদের ধান কাটতে পেরে খুশি। কৃষক অসিম কুমার জানান, শ্রমিক সংকটের কারণে তিনি জমির ধান কাটতে পারছিলেন না বলে চিন্তিত ছিলেন। ছাত্রলীগের নেতাকর্মীরা সেই ধান কেটে দিয়েছে। এ জন্য তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে গত শনিবার পৌর এলাকার ৩নং ওয়ার্ডের অসহায় কৃষক ওমেদ আলীর ৩২ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।