নিজস্ব প্রতিবেদক : যশোরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে দুই শতাধিক কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বেলা ১১টার দিকে শহরের ফুড গোডাউন এলাকায় এই খাদ্য বিতরণের উদ্বোধন করেন সংগঠনের জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ।
তিনি জানান, করোনা দুর্যোগের শুরুতে সংগঠনের নেতাকর্মীরা যশোরের মানুষের পাশে দাঁড়ান। প্রথমদিকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করলেও এপ্রিলের শুরুতে খাদ্যসহায়তা কর্মসূচি হাতে নেয়া হয়। প্রথম পর্যায়ে তিন হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়। আজ মঙ্গলবার শুরু হয়েছে খাদ্য সহায়তার দ্বিতীয় পর্ব। এই পর্বে আরো তিন হাজার মানুষকে খাদ্য সহায়তা দেয়া হবে। খাবার বিতরণের সময় সংগঠনের সভাপতি ছাড়াও তথ্য ও গবেষনা সম্পাদক এসএকে শামসুদ্দিন জ্যোতি, দপ্তর সম্পাদক প্রণব দাস, সদস্য খবির শিকদার, বাঘারপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।