খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে করেনায় খাদ্য সংকটে পড়া দু’শতাধিক কর্মহীন পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। সংগঠনের জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
মঙ্গলবার (৫ মে) বেলা ১১টার দিকে শহরের রেল রোডে ফুড গোডাউন এলাকায় এ খাদ্য বিতরণ করা হয়।
এ ব্যাপারে হারুন অর রশিদ জানান, করোনা দুর্যোগের শুরুতে সংগঠনের নেতাকর্মীরা যশোরের মানুষের পাশে দাঁড়ান। প্রথম দিকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করলেও এপ্রিলের শুরুতে খাদ্য সহায়তা কর্মসূচি হাতে নেওয়া হয়। পর্যায়ক্রমে তিন হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে আরো তিন হাজার কর্মহীনকে খাদ্য সহায়তা দেওয়ার কর্মসূচি হাতে নিয়ে মঙ্গলবার শহরে ২ শতাধিক পরিবারের হাতে খাবার তুলে দেওয়া হয়।
মঙ্গলবার খাদ্য সামগ্রী বিতরণকালে সংগঠনের দপ্তর সম্পাদক প্রণব দাস, তথ্য ও গবেষণা সম্পাদক এস.একে শামসুদ্দিন জ্যোতি, সদস্য খবির শিকদার ও বাঘারপাড়া উপজেলা শাখার সম্পাদক রাকিব হাসান শাওন উপস্থিত ছিলেন।