উদয় শংকর সিংহ, কেশবপুর (যশোর) ব্যুরো : কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের প্রতিনিধি উপজেলা একাডেমীক সুপারভাইজার মোঃ তোরাবুল ইসলামের উপস্থিতিতে সাগরদাঁড়ী ইউনিয়নের গতকাল সকল গ্রামে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী ৩ শত অতিদরিদ্র পরিবারের মাঝে ৪ জন মুক্তিযোদ্ধা পরিবারে বিতরণ করেন সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাগরদাঁড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান-১ শেখ আব্দুস সবুর, প্যানেল চেয়ারম্যান-২ কাজী মহব্বত হোসেন, ইউপি সদস্য জালাল উদ্দীন, সংরতি ইউপি সদস্যা মনোয়ারা বেগম, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের, যুবলীগ নেতা শাইদুল ইসলাম, আয়ুব হোসেন মিলন, হুমায়ুন কবির টিনু, হারুন অর রশিদ, জসিম হোসেন, আব্দুল্লাাহ আল মঈন, ইউনিয়ন আনছার ভিডিপির কমান্ডার আলী হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।
সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, ইতিপূর্বে উপজেলা প্রশাসনের মাধ্যমে ৪র্থ দফায় সাগরদাঁড়ী ইউনিয়নে আরো ৭ শত ৯০ পরিবারের মঝে সরকারীভাবে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
অপরদিকে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পে নিজস্ব অর্থায়নে সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত সাগরদাঁড়ী ইউনিয়নের ২৫ শত ভ্যান চালক, মটর সাইকেল চালক, নসিমন-করিমন চালক ও চা বিক্রেতাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।