অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ১৩টি দোকানে জরিমানা

0
433

নওয়াপাড়া অফিস : করোনা সতর্কতা না মানায় অভয়নগর উপজেলা সহকারি কমিশনান (ভূমি) কে এম রফিকুল ইসলাম বুধবার সকালে নওয়াপাড়া বাজারে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, করোনা সতর্কতা না মেনে দোকানে কেনাবেচা করার অপরাধে নওয়াপাড়া বাজারের ওই সব দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এ সময়ে নওয়াপাড়া বাজারের স¤্রাট সু ১ হাজার,পাদুকা সু ১ হাজার, জয় টেলিকম ১ হাজার , সরদার স্টিল হাউস ২ হাজার, নওয়াপাড়া জেনারেল স্টোর ১হাজার, সাকিব পলিথিন হাউস ১ হাজার, শান্ত পলিথিন হাউস ১ হাজার, বাবু টেলিকম ও সানাই টেলিকম ৫শ টাকা, টুম্পা টেইলার্স ১ হাজার, বাবু সাইকেল স্টোর ১হাজার ৫শ টাকা,তোয়েব সাইকেল স্টোর ১ হাজার ও আশা সাইকেল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম বলেন, দেশে করোনা রোগী আশংকা জনক হারে বাড়ছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সরকারে এ নির্দেশ অমান্য করে দোকান খুলছে। নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here