স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ করোনা ভাইরাস সারাবিশে^ই মহামারী আকার ধারণ করেছে। করোনা আক্রান্তের অনেকেই রোগীকে অন্য চোখে দেখছেন। করোনা আক্রান্ত শনাক্তের পর থেকে তাদের অন্য চোখে দেখছেন সমাজের অনেক মানুষ।
কিন্তু এরই মাঝে করোনা আক্রান্ত এক সেবিকার বাড়ি খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন বেসরকারী টেলিভিশন আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি শিপলু জামান । বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের ফয়লা এলাকায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকার বাড়িতে হাজির হন তিনি। সাংবাদিক শিপলু জামান করোনা আক্রান্ত সেবিকার বাড়িতে ভিটামিন সি সমৃদ্ধ মৌসুমি ফল নিয়ে লকডাউন করা বাসায় হাজির হন। এ সময় সামজিক দূরতœ বজায় রেখে তার সাথে কথা বলেন এবং শারিরীক খোঁজ খবর নেন । এ সময় উপস্তিত ছিলেন সাংবাদিক মিশন আলী, তানজির রহমান তকি প্রমুখ ।