নড়াইলের পল্লীতে আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলায় দু’পুলিশ আহত ॥ ৩ রাউন্ড ফাঁকা গুলি

0
469

নিজস্ব (প্রতিবেদক) নড়াইল॥ নড়াইল সদর উপজেলার কামাল প্রতাপ গ্রামে পুলিশের কাছ থেকে এক আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালিয়েছে সন্স্রাসীরা। হামলার ঘটনায় পুলিশ কনষ্টেবল আশিক ও রাকিব আহত হয়েছেন।এ সময় সন্ত্রাসীরা
পুলিশের ব্যবহৃত পিকআপ ভ্যান ভাংচুর করে। আহতদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি করে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বুধবার (৬মে) রাত সাড়ে ১০টার দিকে
সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কামাল প্রতাপ গ্রামের শাফি ম্যোল্যা হত্যা মামলার আসামি আফজাল জমাদ্দার, রাজ্জাক মল্লিক, মন্টু মল্লিক ও মোস্তাক মল্লিকের বাড়ি ভাংচুর করে প্রতিপক্ষ সেকেন মেম্বর, সাইফু মোল্যা, আমাদা গ্রামের সুলতান আহমেদ রিন্টু মন্ডল, শালিখা গ্রামের বাবুল শেখের নেতৃত্বে শতাধিক লোক।খবর পেয়ে পুলিশ কামালপ্রতাপ গ্রামে গিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে আহাদ খান নামে এক যুবককে আটক করে।রাত ১২টার দিকে কামালপ্রতাপ, আমাদা ও শালিখা গ্রামের তাধিক সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায়। এ সময় আশিক ও রাকিব নামে দু’পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি করে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস হোসেন বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, ঘটনার পর পরই আমি এবং নড়াইল-২ আসনের এমপি মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন ঘটনাস্থল পরিদর্শন করি। পরিস্থিতি এখন শান্ত। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here