নড়াইলে অত্যাধুনিক কম্বাইন্ড হার্ভেস্টার ও রিপার মেশিন বিতরণ॥ কৃষকের ফ্রি ধান কেটে দেওয়া হবে॥ কৃষকের সময় ও খরচ দু’ই বাঁচবে

0
448

নড়াইলঃনড়াইলে অত্যাধুনিক কৃষি যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (৬মে) দুপুওে নড়াইল সদর উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাসুদ হাসান হার্ভেস্টার ক্রয়কারী মোঃ আনিচুজ্জামাননের কাছে এ মেশিন প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল কবীর, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু প্রমুখ। জানা গেছে,সরকারিভাবে ৫০% ভর্তুকিতে কৃষক এ মেশিন ক্রয় করছেন।হারভেস্টার ক্রয়কারী মোঃ আনিচুজ্জামান জানান, তিনি এ মেশিনের সাহায্যে নায্যমূল্যে কৃষকের ধান কাটার ব্যবস্থা করবেন। এছাড়া যেসব কৃষকের অর্থ দেওয়ার সামর্থ্য নেই তাদের ফ্রি ধান কেটে দেওয়া হবে। আবার যাদেও কম সামর্থ্য রয়েছে তাদের কাছ থেকে শুধু তেল খরচ নেওয়া হবে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলার জন্য সরকারিভাবে এ বছর ৬টি কম্বাইন্ড হার্ভেস্টার ও ১০টি রিপার মেশিন বরাদ্দ দেওয়া হয়েছে। হার্ভেস্টার মেশিন প্রতি ঘন্টায় ১একর জমির ধান কাটা, মাড়াই, পরিস্কার এবং বস্তা বন্দি এবং রিপার মেশিন ৫০ শতাংশ মির ধান কাটতে পারবে এবং একর প্রতি প্রায় ১ হাজার টাকা কম খরচ পড়বে। ফলে এ মেশিনের সাহায্যে কৃষকের সময় বাঁচবে এবং অর্থ দুই খরচ কমবে। কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবার ৪৭ হাজার ৩৭০ হেক্টর জমিতে বোরা ধান আবাদ হয়েছে এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩০৭ মেঃটন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here