নড়াইল প্রতিনিধি ॥ নড়াইলে অত্যাধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭মে) দুপুরে সদর উপজেলার মাছিমদিয়া বিলে জেলা যুবলীগের আয়োজনে এ ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম, (বার) জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল চেম্বার অব
কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান, জেলা যুবলীগের আহবায়ক মোহাম্মদওয়াহিদুজ্জামান, সদর উপজেলা যুবলীগের সভাপতি শিল্পী মিনা, নড়াগাতি থানাযুবলীগের আহবায়ক হাদিউজ্জামান, কালিয়া যুবলীগের আহবায়ক খান রবিউল ইসলাম,লোহাগড়া উপজেলা যুবলীগের আহবায়ক মো: সদরুদ্দিন শামীম।হারভেস্টার ক্রয়কারী মোঃ আনিচুজ্জামান জানান, মাছিমদিয়া গ্রামের আলাইমোল্যার দুই একর ধান বিনামূল্যে কেটে দেওয়া হয়েছে।সরকারিভাবে ভর্তুকিকৃতএ মেশিনের সাহায্যে গরীর কৃষকের বিনামূল্যে ধান কেটে দেওয়ার ব্যবস্থা করাহবে। আবার যাদের কম সামর্থ্য রয়েছে তাদের কাছ থেকে শুধু তেল খরচ নেওয়াহবে। জানা গেছে,হার্ভেস্টার মেশিন প্রতি ঘন্টায় ১একর জমির ধান কাটা, মাড়াই,পরিস্কার এবং বস্তা বন্দি করতে পারবে। এতে একর প্রতি প্রায় ১ হাজার টাকাকম খরচ পড়বে। ফলে কৃষকের সময় বাঁচবেএবং অর্থ খরচ কমবে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায় জানান,চলতিমওসুমে জেলার তিন উপজেলায় ৪৭ হাজার ৩৭০ হেক্টর জমিতে বোরা ধানের আবাদহয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩০৭মেঃটন।আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ধানের বাম্পার ফলন হবে বলে তিনিজানান।