নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আলী খান (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আঠারোবেকি নদীর চর দখলকেকেন্দ্র করে এ সংঘষের্র ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।প্রতিপক্ষ আজিজুলঠাকুরের লোকজন আলীকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত আলী
খান বল্লাহাটি গ্রামের ওসমান খানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার আটারোবেকি নদীর চর দখল
নিয়ে বল্লাহাটি গ্রামের আজিজুল ঠাকুরের সঙ্গে একই গ্রামের ওসমান খার ছেলেআলী খার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকেআজিজুল ঠাকুর ও তার সমর্থকরা বিরোধীয় চরটি দখল নিতে গেলে উভয় পক্ষেরমধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আলী খা (৪০), নাসির খা (৫৫), শানাল খা (৩৮),জহুর মোল্যা (৬০) ও আজিজুল ঠাকুরসহ (৪২) কমপক্ষে ১০ জন আহত হন। গুরুতরআহত আলী খানকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলসাড়ে ৫ টার দিকে তিনি মারা যান নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খানম জানান, আলী খাহত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।