উদয় শংকর সিংহ, কেশবপুর (যশোর) ব্যুরো : যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন অসহায় ১ হাজার পরিবারের মাঝে ঈফতার সামগ্রী প্রদান করেছেন। এ নিয়ে শাহীন চাকলাদার কেশবপুরে কর্মহীন ১০ হাজার ২শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছেন।
শুক্রবার বিকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের নিকট শাহীন চাকলাদারের পক্ষে ইফতার সামগ্রী হস্তান্তর করেন তার চাচাতো ভাই যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু। উপজেলা পরিষদ সম্মুখে ইফতার সামগ্রী প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নূরজাহান ইসলাম নিরা, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ফাতেমা বেগম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, যশোর শহর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান রনি, কেশবপুর উপজেলা ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম প্রমুখ। গত ২৬ এপ্রিল দুপুরে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের নিকট ২৬শত পরিবারের জন্য ২৬ হাজার কেজি চাউল, ১৩ শত কেজি তৈল, ১৩ শত কেজি চিনি, ১৩ শত কেজি পেয়াজ, ২৬ শত কেজি ছোলা ও ২৬ শত কেজি চিড়া শাহীন চাকলাদারের পক্ষে ইফতার সামগ্রী হিসাবে হস্তান্তর করেন তার চাচাতো ভাই যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু। উপজেলা পরিষদ সম্মুখে ইফতার সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক। ৩ এপ্রিল যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন অসহায় ১ হাজার ৫ শত পরিবারের জন্য খাদ্য সামগ্রী উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের নিকট প্রদান করেন। গত ১২ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের নিকট করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ৫ হাজার ১ শত পরিবারের জন্য চাউল, ডাউল, আলু, পেয়াজ, সাবান, তেল-সহ খাদ্যসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এসময় তিনি ৫ হাজার মাস্ক, ১ হাজার তিন শত পিচ হ্যান্ড স্যানিটাইজার ও ১ শত পিপিইও হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হুসাইন মোহাম্মদ ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি প্রমুখ।
তাছাড়া যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের প থেকে রবিবার দিন ব্যাপী ট্রাকে করে কেশবপুরের জীবানুনাশক স্প্রে করা হয়েছে। ২৮ মার্চ দুপুরে উপজেলা পরিষদ সভাকে করোনা ভাইরাস প্রতিরোধে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ১১ হাজার ৯ শত মাস্ক, ১ কার্টুন পিপিই ও ১হাজারটি হ্যান্ড স্যানিটাইজার উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের নিকট হস্তান্তর করেন । এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আলমগীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন দফাদার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা প্রেসকাবের সভাপতি এস আর সাঈদ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমুখ।