যশোরসহ ৩ জেলায় আরো ১৪ জন করোনা পজেটিভ শনাক্ত

0
483

যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীা করে যশোরসহ তিনটি জেলায় আরো ১৪টি নমুনা করোনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর ও মাগুরার তিনটি করে এবং চুয়াডাঙ্গার আটটি নমুনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে দায়িত্বপ্রাপ্তরা বলছেন, বৃহস্পতিবার এই ল্যাবে ৫৮টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে যশোর জেলার ১৪টি নমুনার মধ্যে তিনটি, মাগুরার ১৬টি নমুনার মধ্যে তিনটি এবং চুয়াডাঙ্গার ২৮টি নমুনার মধ্যে আটটিকে পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে। বাদবাকি ৪৪টি নমুনা নেগেটিভ রেজাল্ট দিয়েছে।
এই বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীার জন্য বৃহস্পতিবার চার জেলার মোট ১০৭টি নমুনা এসেছিল। এর মধ্যে ঝিনাইদহের কোনো নমুনার পরীা সম্পন্ন হয়নি।
বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারের সহকারী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ বলেন, গেল রাতে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়। সেই কারণে সব নমুনা পরীা করা যায়নি। বিশেষ করে ঝিনাইদহের নমুনাগুলোর ফলাফল চূড়ান্ত করা যায়নি।
তিনি জানান, তাদের ল্যাবে জেনারেটর সাপোর্ট আছে। কিন্তু এসি-সহ বড় মেশিনগুলোকে সাপোর্ট দিতে পারে না জেনারেটরগুলো। তাই ১০৭টির মধ্যে ৫৮টি নমুনার ফল দেওয়া সম্ভব হয়েছে। তবে অন্য নমুনাগুলোর প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের এই চেয়ারম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here