গার্মেন্টস ফ্যাক্টরি, শপিংমল, উপাসনালয় খুলে দেওয়ার প্রতিবাদ ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী)

0
462

যশোর প্রতিনিধি : করোনাকালে গার্মেন্টস ফ্যাক্টরি, শপিংমল, উপাসনালয় খুলে দেওয়ার প্রতিবাদে আজ দুপুরে যশোরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)।
শনিবার বেলা ১২টার দিকে যশোর শহরের মুজিব সড়কে (প্রেসক্লাবের সামনে) অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাসের এই দুঃসময়ে জনসমাগম এড়ানো যেখানে জরুরি ঠিক সেইসময়ে সরকার গার্মেন্টস ফ্যাক্টরি, শপিংমল, উপাসনালয় খুলে দিচ্ছে। এটি একটি আত্মঘাতি সিদ্ধান্ত। নেতৃবৃন্দ, এই আত্মঘাতি সিদ্ধান্ত বাতিল, খাদ্য নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনী প্রদান, খাদ্যসহায়তাপ্রাপ্তদের তালিকা ওয়ার্ডভিত্তিক অনলাইনে প্রকাশ, কৃষকের কাছে থেকে সরাসরি ধান ক্রয়, লে অফ, শ্রমিক ছাটাই বন্ধ, শ্রমিকদের বকেয়া বেতন ঈদের আগে পরিশোধ, করোনাসহ সকল রোগের চিকিৎসা নিশ্চিৎ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা কোনোভাবেই যেন বন্ধ করা না হয়- তার দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেনপার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ , জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, জেলা সদস্য সখিনা বেগম দিপ্তী, আলাউদ্দিন, হাবিবুর রহমান মোহন, যুবনেতা শেখ আলাউদ্দিন, মাসুদুর রহমান, শ্রমিকনেতা হাফিজুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here