খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের একটি গ্রাম রামকৃষ্ণপুর। গ্রামের উত্তরপাড়ায় রয়েছে শতবর্ষী একটি মসজিদ। বছরের এ সময় এলেই তীব্র তাপদাহে মসজিদের একমাত্র নলকুপে পানির স্তর নীচে নেমে যায়। দেখা দেয় তীব্র পানির সংকট। এতে মুসল্লিদের অজু করতে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। অধিকাংশ সময়ে তারা ঠিকমত জামাতে নামাজ আদায় করতে পারে না। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করলেও কোন সমাধান মেলেনি। অবশেষে দীর্ঘদিনের এ সমস্যার সমাধান করলেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান। শনিবার ব্যক্তি উদ্যোগে তিনি মসজিদের পাশে একটি গভীর নলকুপ স্থাপনের ব্যবস্থা করে দেন।
ষাটোর্ধ্ব গোলাম মোস্তফা শেখ নামে এক মুসল্লি বলেন, গরম এলেই মসজিদের নলকুপে পানি থাকে না। অনেক সময় নিয়ে খুব কষ্ট করে পানি তুলতে হয়। আর যেটুকু ওঠে তা দিয়ে ওজু করা যায় না। মসজিদের ঈমাম মাও: মাসুম বিল্লাহ বলেন, গভীর নলকুপটি স্থাপন হওয়ায় মুসল্লিরা সহজেই অজুসহ অন্যান্য কাজ করতে পারবে। এছাড়া গ্রামের লোকজন নলকুপটি থেকে আয়রন ও আর্সেনিকমুক্ত বিশুদ্ধ সংগ্রহ করতে পারবে। শুধু এই মসজিদই নয়; সিলুমপুর হাফেজিয়া মাদরাসা মসজিদ, পূর্বপাড়া জামে মসজিদ, আরাজী সিলুমপুর, নলডাঙ্গা ও রামকৃষ্ণপুর জামে মসজিদসহ বেশ আরো বেশ কয়েকটি মসজিদের উন্নয়নে মোস্তাফিজ কয়েক লক্ষাধিক টাকার কাজ করেছেন। তার এই কর্মকান্ডে মুগ্ধ এলাকার সবাই। শনিবার নলকুপ স্থাপনকালে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা যুবলীগ নেতা রিয়েল হোসেন টিটো, মসজিদ কমিটির সম্পাদক আজিজুর রহমান, রাসেল হোসেন প্রমুখ। উল্লেখ্য, মোস্তাফিজ রায়পুর ইউনিয়নের সিলুমপুর গ্রামের হাজী আব্দুল বারিক বিশ্বাসের ছেলে। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ শেষে এখন ব্যবসা করছেন। পাশাপাশি এলাকায় মানুষের কল্যাণে বিভিন্ন রকম কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এছাড়াও আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগের রাজনীতিতে রয়েছে তার সরব উপস্থিতি।