মোংলায় নৌবাহিনী দেখলেই লুকাচ্ছে, চলে গেলেই বের হচ্ছে মানুষ

0
442

মোংলা প্রতিনিধি : কড়াকড়ি আরোপ করেও বন্দরনগরী মোংলায় এখনো উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না আইন শৃঙ্খলা রাবাহিনী। এখানকার মানুষজন মনেই করছেন না মরন ঘাতক করোনা ভাইরাস তাদের কত বড় ক্ষতি করতে পারে। আজ ১০ মে রোববার থেকে দোকানপাট খোলার কথা থাকলেও আগে থেকেই সকল ব্যাবসা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে এখানকার ব্যাবসায়ীরা। তাই সকাল থেকেই বাজারের দোকানপাটে ভিড় করে বেঁচা-কেনায় মেতে রয়েছে তারা। যৌক্তিক কোনো কারণ ছাড়াই রাস্তায়ও ভিড় করছেন সাধারণ মানুষ। আর আইন শৃঙ্খলা রাবাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে মানুষ দিচ্ছে নানা অজুহাত। যতণ নৌবাহিনী বা পুলিশ রাস্তায়, ততণ আড়ালে সাধারণ মানুষ। একটু সরলেই ভিড়। এই চিত্র এখন পুরো মোংলা শহরে। অথচ সাধারণ মানুষকে ঘরে রাখতে শনিবার সকাল থেকেই নৌবাহিনীর ৩টি টিম টহল দিয়ে যাচ্ছে। এমনকি বিধি নিষেধ সত্বেও ফুটপাতে বসে পড়া হকারদের’ও সরিয়ে দেয় নৌবাহিনীর সদস্যরা। নৌবাহিনীর টহল টিমের টিম লিডার লে. কমান্ডার আরিফুল ইসলাম জানান, যায়গা কিয়ার করে যাচ্ছি আবার ভরে যাচ্ছে। আমরা টহল দিয়ে চেষ্টা করছি কিন্তু জনগণ সচেতন না হলে আমরা সফল হচ্ছি না। কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ নিত্যপ্রয়োজনীয় কাজে লোকজন বের হচ্ছে। কিছু কিছু েেত্র ব্যবস্থাও নেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here