হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রভাবে বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতি ও পবিত্র রমজান উপলক্ষ্যে যশোর জেলা পরিষদের সৌজন্যে রাজগঞ্জে অসহায় সাংবাদিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মে) বিকালে রাজগঞ্জ বাজারে খাদ্য সামগ্রী দেওয়া হয়।
যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চালুয়াহাটি ইউনিয়ন আ,লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাংবাদিক শহীদুল ইসলাম মিলন উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া এদিন তিনি রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ও দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।