সাংবাদিক কামরুল হাসানের পিতা মুছা আলী শেখের ২৮তম মৃত্যুবার্ষিকী রোববার

0
457

এমএ সাজেদ,কলারোয়া প্রতিনিধি: ১০মে রোববার বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের পিতা প্রয়াত মুছা আলী শেখের ২৮তম মৃত্যুবার্ষিকী।
১৯৯২ সালের ১০মে রাতে তিনি কলারোয়া পৌরসভার ৯নং মির্জাপুর ওয়ার্ডের নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুছা আলী শেখ নিজ গ্রাম মির্জাপুরে একটি মসজিদ প্রতিষ্ঠার জন্য জমিদানের ব্যবস্থা করেন। পরবর্তীতে তার সহধর্মিণী জবেদা বেগম মসজিদ সংলগ্ন এলাকায় একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জমি দান করেন।
প্রয়াত মুছা আলী শেখের ২৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন মরহুমের মেজ পুত্র আমান উল্লাহ শেখ, ছোট পুত্র প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলসহ স্বজনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here