গভীর রাতে কর্মহীনদের বাড়ি খাবার নিয়ে শাওন

0
446

খাজুরা (যশোর) প্রতিনিধি : রমজান মাসের রাত। ঘড়ির কাঁটা তখন রাত ১২টা ছুঁই ছুঁই। সবাই গভীর ঘুমে মগ্ন। যশোরের বাঘারপাড়া উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদক ও যুবলীগ নেতা রাকিব হাসান শাওন গাড়িয়ে থামিয়ে একটি বাড়িতে ঢুকলেন। ভাঙ্গাচোরা টিনের ঘর, দরজা কড়া নাড়লেন। ভেতর থেকে পুরুষ কন্ঠে বললেন, কে? শাওন বললেন, আমরা চোর-ডাকাত না। ভয় পাবেন না বাইরে আসুন। চোখ মুছতে মুছতে বের হলেন মধ্যবয়সী এক ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই শাওন তার হাতে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজসহ নিত্যপণ্যের ব্যাগ ধরিয়ে দিলেন। হঠাৎ এগুলো পেয়ে খুশিতে আতœহারা উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ভ্যানচালক গোলাম আলী নামের ওই ব্যক্তি। শুধুই তিনিই নন, খুশি একই গ্রামের রাজমিস্ত্রী ইকরামুল, ভ্যানচালক ধলা মিয়া, দিনমজুর রোকন বিশ্বাসসহ অন্যান্যরা। শনিবার ৯ মে গভীর রাতে কৃষ্ণনগর ও কয়ালখালি গ্রামে করোনায় খাদ্য সংকটে পড়া বিভিন্ন পেশার শতাধিক কর্মহীন পরিবারের দুয়ারে গিয়ে খাদ্য সহায়তা প্রদান করেন রাকিব হাসান শাওন। এ সময় তিনি (শাওন) বলেন, কর্মহীন পরিবারদের ঘরে ঘরে গিয়ে খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছি। এতে করে প্রকৃতরা সামগ্রী পাচ্ছেন। অপরদিকে ঝুঁকি নিয়ে কাউকে খাদ্য নিতে ঘর থেকে বের হতে হচ্ছেনা। পাশাপাশি মধ্যবিত্ত পরিবার, খবার চাইতে লোকলজ্জার ভয় পায়। তাদের জন্য হটলাইন সার্ভিস চালু করেছি। হটলাইনে কল করলে রাতে তাদের বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here