চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৩৫০ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।
রোববার দুপুরে নারায়নপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই খাদ্য সহায়তা বিতরন করেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সোহেল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক হারুন অর রশীদ, প্রভাষক খালেদুর রহমান টিটো প্রমুখ।