রনজিত রায়ের খাদ্য সহায়তা পেল খাজুরার ২ শতাধিক পরিবার

0
442

খাজুরা (যশোর) প্রতিনিধি : করোনায় খাদ্য সংকটে পড়া কর্মহীন পরিবারের মাঝে যশোর-০৪ আসনের সাংসদ রনজিত কুমার রায়ের নিজস্ব অর্থায়নে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। রোববার বাঘারপাড়া উপজেলার খাজুরা বন্দবিলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টিতে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। রনজিত রায়ের পক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল খাবার বিতরণ করেন। এদিন বিকেলে ইউনিয়নের কদমতলা মোড়, বন্দবিলা হাইস্কুল, বড়খুদড়া হাইস্কুল, গাইদঘাট স্কুল বাজার, পাঠান পাইকপাড়া তেলপাম্প ও সাদীপুর কালিতলায় সামাজিক নিরাপত্তা বজায় রেখে ২ শতাধিক পরিবারকে মাঝে খাদ্য প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর প্রতি বস্তায় ছিল চাল, ডাল, আলু, তেল, পিঁয়াজ, সাবাসহ নিত্যপণ্য। খাদ্য বিতরণকারে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দিলীপ কুমার, ২নং ওয়ার্ডের সম্পাদক ইউপি সদস্য আলম হোসেন, ৩ নং ওয়ার্ডের সভাপতি ইউপি সদস্য মজিফুর রহমান ও সম্পাদক অরুণ কুমার শর্মা, ৭ নং ওয়ার্ডের সম্পাদক সাজ্জাদ হোসেন, ৮নং ওয়ার্ডের সভাপতি কার্ত্তিক বিশ্বাস, যুবলীগের সঞ্জিত কুমার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here