সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার বল্লী ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত গৃহকর্মীর নাম ফাইমা খাতুন। তিনি কুশোডাঙ্গা গ্রামের শেখ পাড়ার হাফিজুর রহমানের স্ত্রী। স্থাণীয়রা জানান, ফাইমা খাতুন একই এলাকার শাহাজান শেখের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় সকালে তিনি তার বাড়ির উদ্যেশ্যে রওয়ানা দেন।পথিমধ্যে শফিকুল সানার বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাতীরা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায় নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেননি।