কালিগঞ্জে সুশীলন সংস্থার বাস্তবায়নে ৪শ ৩২ জনের মাঝে ভোগ্যপন্য সামগ্রী সহায়তা প্রদান

0
470

আব্দুল করিম মামুন হাসান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ মহামারী করোনা ভাইরাস কর্তৃক সৃষ্টি হতদরিদ্র পরিবার গুলোতে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করায় জাতি সংঘের উন্নয়ন কর্মসূচী ইউএনডিপি এবং ইউনাইটেড গ্রুপ যৌথভাবে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ২৪টি ইউনিয়নে প্রত্যেক উপজেলায় ৪৩২টি অসহায় নারীদের নারী সামর্থ উন্নয়ন (স্বপ্ন) প্রকল্পের মাধ্যমে সুশীলন সংস্থার মাঠ পর্যায়ে সার্বিক ও ত্বাবধানে ভোগ্যপন্য সহায়তা প্রদান করা হচ্ছে। এ কর্মসূচীর প্রথম দিনে অদ্য ১১ মে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের হতদরিদ্র দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে ভোগ্যপন্য সহায়তা বিতরণ করা হয়। সকাল ১০টায় তারালী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সামাজিক দূরত্ব মেনে ৩৬ জনকে প্রদত্ত সহায়তা অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন প্রধান অতিথি তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, বিশেষ অতিথি সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেস কাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইউনাইটেড গ্রুপের প্রতিনিধি ইউছুফ হোসেন, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সুশীলন সংস্থার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রিক মিডিয়া, ও স্থানীয় জাতীয় পর্যায়ের প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভোগ্য পন্যের প্যাকেজটিতে পরিবার প্রতি চাল ১২ কেজি, আটা ৬ কেজি, আলু ২ কেজি, মুসুর ডাল ২ কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি, চিড়া ১ কেজি, সয়াবিন ১লিটার সহ মোট ২৬ কেজি খাদ্য সামগ্রী ও ২টি করে সাবান প্রদান করা হয়। এছাড়া কুশুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, ইউপি সদস্য বৃন্দ, মথুরেপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি সদস্য বৃন্দ, সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান, সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলাম, প্রেস কাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে একই দিনে ৩৬ জন নারী ভোগ্যপন্য প্যাকেজ প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here