কুয়াদায় ইজিবাইক চালকের আকষ্কিক মৃত্যু

0
456

কুয়াদা প্রতিনিধি ॥ যশোরের কুয়াদায় ফারুক হোসেন (৪০) নামে এক ইজিবাইক চালকের আকষ্কিক মৃত্যু ঘটেছে। সোমবার দিবাগত রাতে মনিরামপুরের জামজামি গ্রামে এ ঘটনা ঘটে। সে গ্রামের মৃত আলী হোসেন’র ছেলে। সূত্রমতে, সোমবার দিবাগত রাতে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় জামজামী গ্রামের নিজ বাড়িতে তার ইজিবাইকটি ঢাকতে যায়। এসময় ইজিবাইক হতে ছিটকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। সোমবার জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here