কেশবপুরে সরকারি চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

0
460

স্টাফ রিপোর্টার : কেশবপুরে সোমবার ভোরে সরকারি চাল বোঝাই একটি ট্রাক যশোর-চুকনগর সড়কের মধ্যকুল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি খাদ্য গুদাম থেকে ট্রাকটি খাদ্য অধিদপ্তরের চাল নিয়ে কেশবপুর খাদ্য গুদামে আসছিলো। ট্রাক ড্রাইভার শুকুর আলী জানায়, সোমবার ভোরের দিকে কেশবপুরের প্রবেশ মুখে একটি পিক আপকে সাইড দিতে গিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। কেশবপুরের খাদ্য গুদাম কর্মকর্তা আবুল হাসান জানান, সরকারি চাল নিয়ে কেশবপুরে আসছিলো। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক কেশবপুরের খাদ্যগুদামের শ্রমিক দিয়ে অন্য ট্রাকে চাল তুলে দেয়া হয়েছে। যেহেতু চাল ভিজে গেছে, আমরা ভেজা চাল গ্রহণ করছি না। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে খাদ্য অধিদপ্তরে ভি-ইনভয়েজ দেখে জানা গেছে, এটা সরকারি চাল কালীগঞ্জ থেকে কেশবপুর সরকারি খাদ্য গুদামে আনা হচ্ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here