চালক লীগের যশোর সদর উপজেলার উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

0
444

মালেকুজ্জামান কাকা, যশোর ঃ বাংলাদেশ আওয়ামী চালক লীগেরযশোর সদর উপজেলা শাখার উদ্যোগে মানবিক খাদ্য সহায়তা দেওয়াহয়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সংগঠনের সদর উপজেলা কার্য্যালয়ে এসময় ৬০০ দরিদ্র অসহায় ও ভূক্তভোগী শ্রমিকনেতাকর্মীর মাঝে এই সহায়তা দেওয়া হয়।উপশহর খাজুরা বাসষ্ট্যান্ড সংলগ্ন যশোর জেলা ট্রাক, ট্রাক্টর,কাভার্ড ভ্যান, ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-বি-৯১৮(বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভূক্ত)কার্যালয়ের সামনে এদিন সকাল ১০.৩০ টায় এই মানবিকসহায়তা অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী চালক লীগ যশোর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নসু শেখ। এসময়উপ¯ি’ত ছিলেন সংগঠনের সভাপতি তৈয়ব হোসেন, উপশহরইউনিয়ন পরিষদের কাউন্সিলর ওহিদুল ইসলাম ও খায়রুল ইসলাম,প্রবীণ শ্রমিক নেতা নূর ইসলাম, ইকরামুল ইসলাম প্রমুখ।বাংলাদেশ আওয়ামী চালক লীগ যশোর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নসু শেখ এর আর্থিক সহায়তায় এই মানবিক খাদ্যসহায়তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেওয়া হয়েছে।বাংলাদেশ আওয়ামী চালক লীগ যশোর সদর উপজেলা শাখার সাধারণসম্পাদক নসু শেখ জানান শ্রমিকরা এই মুহুর্তে গাড়ী বন্ধথাকায় মানবেতর জীবনযাপন করছেন। তাদের সমস্যা দুর করেভালোভাবে ঈদুল ফিতর উদযাপনের জন্য তিনি এই সহায়তা করেছেন।তিনি এটিকে একটি মানবিক স্বল্প দায়িত্ব পালন হিসাবে আখ্যা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here