লোহাগড়ায় দুইশ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বিএনপি

0
443

লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকার দুইশ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বিএনপি। সোমবার(১১ মে) সকালে লোহাগড়া পৌর বিএনপি নেতার অস্থায়ী কার্যালয়ে খাদ্য সহায়তা বাবদ নিত্যপণ্য বিতরণ করা হয়। সূত্র জানায়, লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোল্যা তুহিন ইসলামের অর্থায়নে লোহাগড়া পৌর বিএনপি এ খাদ্য সহায়তা দেয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রিকাত জানান, প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১কেজি আলু, ১টি সাবান, আধা কেজি করে লবণ ও ডাল প্রদান করা হয়েছে। এসময় জেলা বিএনপি নেতা কাজী সুলতানুজ্জামান সেলিম, বিএনপি নেতা রেজাউল করিম মিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোল্যা আকিদুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা সাইফুল্লাহ মামুন, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিএনপি নেতা মুসা মোল্যা, ছাত্রনেতা কাজী জহির হোসেন উপস্থিত ছিলেন। বিএনপি নেতা সাইফুল্লাহ মামুন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাস জনিত দুর্যোগে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here