(নিজস্ব প্রতিবেদক) নড়াইল : নড়াইল শহরের বাজার পরিদর্শন করলেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোসএবং জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন ডিবি পুলিশের চৌকস টিমের এস আই সেলিম. এ এস আই জহুরুল, এএসআই মাহাফুজ, কং বায়েজিদ, রওসন, জাকারিয়া, জব্বার, মিন্টুসহ ডিবি পুলিশের আরো অনেকে। সোমবার (১১/৫/২০) আপনারা অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। নড়াইল জেলা পুলিশ করোনা সংক্রমণ রোধে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। নড়াইল জেলা পুলিশ আছে আপনাদের পাশে, মানুষকে সচেতন করার লক্ষ্যে নড়াইল জেলা পুলিশ প্রতিটি গ্রাম গঞ্জে পাড়া-মহল্লায় শহরে সচেতনতামূলক প্রচার করে যাচ্ছেন,আসুন সবাই ঘরে থাকি স্বাস্থ্যবিধি মেনে চলি সামাজিক দূরত্ব বজায় রাখি। নড়াইল জেলা বর্তমান করোনা মুক্ত সে আলোকে পুলিশ সুপার নিজেই বাজার গুলি মনিটরিং করছেন প্রতিটি দোকানে যেয়ে মানুষকে সচেতন করছেন।
প্রয়োজনে বাইরে আসুন বিনা প্রয়োজনে ঘরে থাকুন আমরা আছি আপনাদের পাশে। যদি কোন ব্যক্তি অসুস্থ হয়ে যায় কোন গাড়ি না পায় আমাদের করোনা কন্ট্রোল রুমে ফোন দিন এই নাম্বারে ০১৭১৯৪৮৫৪৩০ আমরা আপনার রুগীকে পৌঁছে দিব হাসপাতলে।