সাতক্ষীরা প্রতিনিধি ঃ বৈশ্বিক মাহামারী করোনা ভাইরাসের (কোভিট-১৯) কারনে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ অসহায় পরিবারের জন্য সাতক্ষীরা জেলায় ১ হাজার ৯০০ ব্যাগ (৭ মেট্রিক টন) খাদ্য সহায়তা প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা। আশার পক্ষ থেকে মঙ্গলবার সাতীরা জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৫০০ ব্যাগ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার ত্রাণ ভান্ডারে ২০০ ব্যাগ, দেবাহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ ভান্ডারে ২০০ ব্যাগ, কালিগঞ্জ নির্বাহী কর্মকর্তার ত্রাণ ভান্ডারে ২০০ ব্যাগ, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ ভান্ডারে ২০০ ব্যাগ, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ ভান্ডারে ২০০ ব্যাগ, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ ভান্ডারে ২০০ ব্যাগ ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ ভান্ডারে আরো ২০০ ব্যাগ খাদ্যসামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি ব্যাগে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল ও ১ কেজি লবণ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, আশা-খুলনা এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ মুজাহিদ হোসেন, ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম, সাতীরা সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ ফকরুল ইসলাম, কলারোয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম, কালিগঞ্জ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার হাবিবুর রহমান, আশাশুনি অঞ্চলের রিজিওনাল ম্যানেজার শেখ শাহিন হোসেন, পাটকেলঘাটা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল মজিদ, সাতীরা সদর-১ ব্রাঞ্চের ম্যানেজার সুশান্ত ঘোষ প্রমুখ।
আশা কর্মকর্তারা এ সময় জানান, করোনার এই পরিস্থিতিতে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা সারাদেশে ১ ল ৫০ হাজার দুঃস্থ অসহায় পরিবারকে নিজস্ব তহবিল থেকে ১২ কোটি টাকা মূল্যের ত্রাণ সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেছেন।