জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রফেতার

0
462

শমিুল রজো চুয়াডাঙ্গা জলো প্রতনিধিঃি চুয়াডাঙ্গার জীবননগরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি উজ্জ্বল হোসনেকে গ্রফেতার করছেে পুলশি। মঙ্গলবার রাতে উপজলোর হরহিরনগর গ্রাম থকেে তাকে গ্রফেতার করা হয়। গ্রফেতার উজ্জ্বল একই গ্রামরে আলী আহমদে বশ্বিাসরে ছলে।ে জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলনে, ২০১৬ সালে ঝকিরগাছা থানার একটি মাদক মামলায় উজ্জ্বলকে যাবজ্জীবন কারাদণ্ড দয়ে আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরমিানা অনাদায়ে আরো ছয় মাসরে কারাদণ্ড দয়ো হয়। তবে রায়রে আগে থকেইে তনিি পলাতক ছলিনে। অবশষেে মঙ্গলবার রাতে হরহিরনগর গ্রামে অভযিান চালয়িে তাকে গ্রফেতার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here